নিজস্ব সংবাদদাতা ঃ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ভূগর্ভস্থ কাজ চলার ফলে রবিবার গভীর রাতে বউবাজারের দুর্গা পিতুরি ও সেকরাপাড়া লেনের ১৮টি বাড়ি ধসেপরে।
এলাকার প্রায় ২৯০ জন আতঙ্কিত বাসিন্দা কে শহরের বিভিন্ন হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনা স্থলে পৌঁছে বাসিন্দাদের অভিযোগ শোনেন। এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সংশ্লিষ্ট সব পক্ষ কে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল থেকে মেয়র জানান যাদের সরিয়ে নিয়ে হোটেলে রাখা হয়েছে আপাতত চার-পাঁচ দিন তারা ওখানেই থাকবেন। ক্ষতিগ্রস্থ বাড়িগুলি মেট্রো কত্রিপক্ষ পুননিরমান করে দেবে, বাড়ি পুননিরমান কালে বাসিন্দাদের ফ্ল্যাটে রাখার বন্দবস্থ করা হবে।