ISRO র নতুন উদ্যোগ ঃ নিজস্ব সংবাদদাতা

ভারতের স্পেস এজেন্সি ISRO এবং ফ্রান্সের স্পেস এজেন্সি CNES গতকাল একটি চুক্তি সাক্ষর করেছে একটি স্যাটেলাইট কন্সটিলেশন তৈরির জন্য ৷ এই স্যাটেলাইটগুলি টেলিকমিউনিকেশন, রাডার এবং অপটিক্যাল রিমোট সেনসিং ইন্সট্রুমেন্টস বহন করবে ৷ সম্ভবত এটা হতে যাচ্ছে পৃথিবীর প্রথম স্পেস বেসড সিস্টেম যা অবিরত জাহাজ ট্রাক করবে ভারত মহাসাগরে ৷

ভারত মহাসাগরে জাহাজের উপর নজরদারি করার জন্য ফ্রান্স এবং ভারত যৌথভাবে এই স্যাটেলাইট গুলি পরিচালনা করবে। এই স্যাটেলাইট কন্সটিলেশন তেলের স্লিকস সনাক্ত এবং তাদের উৎস সনাক্ত করতেও সক্ষম হবে ৷ (ছবিটি প্রতিকী)