পূর্ব-বর্ধমানের গুসকরা’য় প্রথম করোনা আক্রান্তের সন্ধান।

একতারা বাংলা, নিউজ ডেস্ক:-

পূর্ব-বর্ধমানের গুসকরা শহরেও এবার করোনা আক্রান্তের খোঁজ মিলল। সূত্রের খবর বেশ কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিক ফিরতে শুরু করে। প্রশাসন ও উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের মাধ্যমে আগত শ্রমিকদের এলাকার নিকটবর্তী স্কুল গুলিতে কোয়রান্টিনে রাখার ব্যবস্থা করেন ও সামান্য তম উপসর্গ যুক্তদের করোনা টেস্টের ব্যাবস্থা করা হয়।

এমতাবস্থায় আজ শহরের বাগানপাড়া এলাকার স্কুলে থাকা এক পরিযায়ী শ্রমিকের দেহে করোনার সন্ধান মেলে বলে জানা যায়। আগামী কাল তাকে দূর্গাপুর কোভিড হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরুর কথা জানাগেছে।

এদিনই গুসকরা শহর নিকটবর্তী সোমাইপুর গ্রামে আগত এক পরিযায়ী শ্রমিকের দেহেও করোনা সন্ধান মেলে। সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করে উপযুক্ত চিকিৎসা শুরু হয়েছে বলে জানা যায়।