গুসকরায় নাবালিকাকে শ্লীলতাহানীর চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

একতারা বাংলা, নিউজ ডেস্ক:-

পূর্ব বর্ধমানের গুসকরার ১২ নম্বর ওয়ার্ডে তেরো বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী। জানা যায়, গত জুন মাসের ২১ তারিখে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে ওই ওয়ার্ডের বাসিন্দা গোপাল দত্ত।

নাবালিকা চিৎকার করলে প্রতিবেশীদের ভয়ে অবশেষে ছেড়ে দিতে বাধ্য হয়। ছাত্রীটির বাবা-মা এই ঘটনার প্রতিবাদ করলে অভিযোগ অভিযুক্ত ব্যক্তির সাথে স্থানীয় কয়েকজন ক্রমাগত নানা হুমকি দিতে থাকে। তাদের মধ্যে আলোক মিস্ত্রি ও যাদব দাস স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত। আরো জানা যায় ওয়ার্ডের একটি দুর্গা মন্দিরে এই সালিশি সভা বসানো হয়। অভিযোগ এখানেও নাবালিকার বাড়ির লোককে অভিযুক্তরা হুমকি শাসানি দেয়। নাবালিকার বাবা-মা শাসকদলের স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণ ভট্টাচার্য্যকে বিষয়টি জানালে তাদের সাহায্যে পুলিশের দ্বারস্থ হন। থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কুশল মুখার্জী এই ধরণের সালিশি সভার তীব্র নিন্দা করে জানান ‘আইন আইনের পথে চলবে বিজেপি যে নোংরা রাজনীতি শুরু করেছে মানুষ তার জবাব দেবে।’