একতারা বাংলা, নিউজ ডেস্ক:
প্রতিদিন রান্না করতে করতে রান্নার ওভেন তেল চিটচিট করছে? ভেবেই পাচ্ছেন না কি করে ঝকঝকে করবেন? হাতের কাছেই আছে সহজ উপায়। বাজার থেকে কিনে নিয়ে আসুন গ্লিসারিন। এবার বাড়িতে থাকা তিন-চারটে আলুর রস তৈরি করুন। ভালো করে ছেঁকে নিন আলুর রস। তারপর মিশ্রন করুন গ্লিসারিনের সাথে।
তেল চিটচিটে ওভেনে লাগিয়ে দিন মিশ্রণ। এই সময় ভালো ব্রাশে করে ঘষে দিন। মিনিট কুড়ি রেখে দিন। এখন জল দিয়ে ধুয়ে ফেলার পরে দেখবেন একেবারে নতুন হয়ে গেছে ওভেন। পুরনো সমস্ত ময়লা গায়েব। নতুন ওভেনে বাড়ির সদস্যদের জন্য হাসিমুখে প্রস্তুত হোক নতুন নতুন খাবার।