ফের বিপদসঙ্কেত জঙ্গলমহলে, কিষেণজির জায়গায় কি এবার কিষাণ?

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

জঙ্গলমহল কিন্তু হাসছে, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করেছিলেন এবং দখল করেছিলেন লালদুর্গ । তৃণমূলের গড়ের সেই মৃদু হাসি গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে একটু ম্লান হয়েছে । জঙ্গলমহলে ক্ষমতায় আসা দুই রাজনৈতিক দলের উপর এবার মাওবাদী হানা । বিজেপির বিশেষ উল্লেখ না থাকলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বলা হয়েছে অনেক কথা । প্রতিবাদী কণ্ঠ দমন-পীড়নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের জুড়ি মেলা ভার । দীর্ঘ নীরবতা ভেঙে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের সমালোচনা করলেন সংগঠনের পূর্বাঞ্চলীয় ব্যুরোর সম্পাদক কিষাণ।

‘লাল চিঙ্গারি’ পত্রিকায় কিষাণ একটি সাক্ষাৎকারে
অন্য রাজ্যগুলোর রাজনৈতিক অবস্থা বর্ণনা করার সময় অনেকটাই গুরুত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের কড়া সমালোচনা করে কিষাণ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর শাসনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন । তিনি কোনও ধরনের সমালোচনা, অসন্তোষ শুনতে রাজি নন। তাঁর শাসনে গণতন্ত্রের কোনও জায়গা নেই। তাঁর কথায়, তৃণমূল সরকারের রাজত্বে জনস্বার্থে আদৌ কিছু হয়নি, সবটাই ভাঁওতা।