একতারা বাংলা, নিউজ ডেস্ক :
স্বর্ণাস্ত্রে সাজানো দশ হাত, চোখ, মুকুট, নথ, এসব গয়না প্রায় সব প্রতিমারই থাকে । এবার তালিকায় সোনার মাস্ক বা গ্লাভসও ঢুকতে পারে । বাড়ির পুজোর ক্ষেত্রেও সচেতনতার বার্তা দিতে প্রতিমাকে মাস্ক পরানো হবে কি না, তা নিয়ে চলছে তুমুল আলোচনা ।
গৌরীবাড়ি ( উঃ কলকাতা) সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতিমার জন্য ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন ৪১.৮ গ্রামের একটি রুপোর মাস্ক । শ্রাবণের শেষ দিনে এই মাস্ক পরা প্রতিমার মুখ সামনে রেখেই খুঁটিপুজো হয়েছে । উদ্যোক্তা মান্টা মিশ্র জানিয়েছেন, এটা ৮৭তম বছর, এই সময় মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু সে ব্যাপারে এখনও অনেকেই উদাসীন। দেবীর মুখে মাস্ক পড়িয়ে তারা সচেতন বার্তা প্রেরন করছে সমাজের প্রতিটি শ্রেণির মানুষের কাছে পুজো কমিটি ছাড়াও, দত্ত বাড়ির (শিয়ালদহের)পুজোতেও এ বার মাস্কে ঢাকা থাকবে প্রতিমার মুখ ।