প্লাস্টিকের ব্যাগে মোড়া মৃতদেহ, চাঞ্চল্য গুসকরায়

একতারা বাংলা, নিউজ ডেস্ক:

প্লাস্টিকের ব্যাগে মোড়া মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের গুসকরায়। আজ, রবিবার সন্ধ্যার দিকে গুসকরায় কুনুর নদীর ব্রিজের তলায় রটন্তী কালীতলার পাশে মৃতদেহটি উদ্ধার হয়।

এলাকাবাসীর ধারণা, মৃতদেহটি সম্ভবত করোনা রোগীর।
পুলিশ তদন্তে নেমেছে। কে বা কারা মৃতদেহটি এখানে ফেলে গেল সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা বলছেন, বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত। প্রশাসনের অবিলম্বে বিষয়টিতে নজর দেওয়া উচিত।