জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের জোড়া সরকারি সুবিধা!

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

  জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের জোড়া সরকারি সুবিধা । অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্প এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প এই দুটি বিমা প্রকল্পের সুবিধা পাবেন, প্রায় ৩৫ কোটি গ্রাহক ।

এবার আসি বিমা প্রসঙ্গে, বছরে ৩৩০ টাকার প্রিমিয়াম দিয়ে, আঠারো থেকে পঞ্চাশ বছরের ব্যাক্তি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন। বিমার আওতায় থাকা ব্যাক্তির মৃত্যু হলে দু লক্ষ টাকা পাবেন । আরেকটি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা ।

বছরে মাত্র ১২ টাকা দিয়ে আঠারো থেকে সত্তর বছরের ব্যক্তি এর আওতায় আসতে পারেন । এই বিমার আওতায় থাকা ব্যাক্তির কোনও দুর্ঘটনায় মৃত্যু বা কর্মক্ষমতা চলে গেলে দু লক্ষ টাকা এবং আংশিক কর্মক্ষমতা চলে গেলে এক লক্ষ টাক পাবেন ।