একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
বাংলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পূর্ব মেদিনীপুরে সভা থেকে অগ্নিমিত্রা বলেন, দিদিমণি বলে দিয়েছেন, শরীর গরম হলেই ধর্ষণ কর। চাকরি দিতে পারিনি, তাই মনোরঞ্জনের জন্য ধর্ষণ কর। বলে দিয়েছেন, তোরা ধর্ষণ কর, আমি ক্ষতিপূরণ দেব।
তাঁর অভিযোগ, ধর্ষণের জন্য রেটও বেঁধে দিয়েছেন দিদি। মহিলাদের ক্ষতিপূরণ দিচ্ছেন। এখানে তো চাকরি নেই তাই ধর্ষণটাও একটা শিল্পের মধ্যে চলে এসছে। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুঙ্কার দেন বিজেপি নেত্রী। বলেন, ১০ বছর ধরে বাংলায় যে অন্যায় চলছে তার হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে নেবে বিজেপি।
তবে বিজেপি নেত্রীর এমন মন্তব্যের সমালোচনা অবশ্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একুশের নির্বাচনের দিন ও তারিখ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা।
অগ্নিমিত্রার বক্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ নয়। উত্তরপ্রদেশে ধর্ষিতার লাশ পুড়িয়ে দেওয়া হয়। ক্ষমতা থাকলে উনি যোগীর রাজ্যে গিয়ে এসব কথা বলুন।