ভাঙতে বসেছে বিভূতিভূষণের বাড়ি

একতারা বাংলা, নিউজ ডেস্কঃ

সাহিত্যিক বিভূতিভৃষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রক্ষা করা দায় হয়ে উঠছে কিছু অসাধু মানুষের জন্য। এমনই অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের। সাহিত্যিকের পুত্রবধূ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ। ব্যারাকপুরে সুকান্তসদনের পিছনে আমাদের বাড়ি আরণ্যক। প্রায় দু’বছর আগে আমাদের বাড়ির গা ঘেঁষে একটি বিশাল শপিং মল উঠেছে। কাজ শুরু হওয়ার প্রথম দিন থেকেই আমাদের বাড়ির পিছনের পাঁচিল ভেঙে দেওয়া হয়।

বিভিন্ন রকমের উত্পাত চলে। পৌরসভার তখনকার চেয়ারম্যান উত্তম দাসকে বিষয়টি জানানোর পর উনি চিঠি দিয়ে জানিয়েছিলেন বাড়ি ওরা মেরামত করে দেবেন। তখনকার মতো দুতিনটে খুঁটি লাগিয়েছিলেন। এখনও কোনও সমাধান পাইনি।

মিত্রাদেবীর অভিযোগ, বহু জায়গায় তদ্বির করেছি। কিন্তু কোনও রহস্যজনক কারণে কিছুই করতে পারছি না। তাঁর প্রশ্ন, তবে কি ভদ্রতার দিন ফুরলো? বাংলার সাহিত্যপ্রেমী মানুষরা ক্ষোভ প্রকাশ করছেন এই ঘটনায়। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন অনেকেই।