একতারা বাংলা, নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরশাহী এবার পাকিস্তানকে তাদের বকেয়া টাকা মেটানোর জন্য চাপ দিল। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানকে বলা হয়েছিল সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। ফলে এই মুহূর্তে আর্থিক দিক থেকে বেশ চাপে পড়ে গেছে পাকিস্তান।
গত কয়েক মাস আগে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের বক্তব্য মানতে রাজি না হওয়ায় রিয়াধের সঙ্গে বিবাদ শুরু হয়েছিল ইসলামাবাদের। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিতর্কিত মন্তব্যের জেরে তা আরও বৃদ্ধি পায়। এরপরই বকেয়া ৩ বিলিয়ন মার্কিন ডলারের জন্য পাকিস্তানকে চাপ দিতে থাকে সৌদি আরব। সেই টাকা যখন প্রায় শোধ হওয়ার মুখে ঠিক সেসময়ই একই চাপ দিল সংযুক্ত আরব আমিরশাহী।
সংযুক্ত আরব আমিরশাহী পাকিস্তানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ২০১৮ সালের ডিসেম্বর মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছিল। ২০২১ সালের ২৪ জানুয়ারি সেই টাকার প্রথম কিস্তি অর্থাৎ এক বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেওয়ার কথা ছিল আবু ধাবিকে। কিন্তু, এখন চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানকে যদি সেই টাকা ফেরত দিতে হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।