রাম মন্দির নির্মাণে ১ কোটি টাকার অনুদান

একতারা বাংলা, নিউজ ডেস্কঃ

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, একটি ঐশ্বর্যশালী রাম মন্দির সকল ভারতীয়র স্বপ্ন। অবশেষে দীর্ঘদিনের এই ইস্যু থেমেছে। এই মন্দির একতা ও প্রশান্তির পথ করে দেবে। এই প্রচেষ্টায় আমার এবং আমার পরিবারের তরফে একটি ছোট্ট অবদান রইল।

রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আগেই ঘোষণা করা হয়েছিল দেশজুড়ে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করবে তারা। রাম মন্দির নির্মাণের জন্য ইতিমধ্যেই অনুদান দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার অনুদান দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ৫ লক্ষ ১ টাকা দান করেছেন তিনি।

এদিকে বিশ্ব হিন্দু পরিষদের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও অর্থ সাহায্য চাওয়া হয়েছে।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্ষীয়ান নেতা কৃষ্ণ গোপাল জানিয়েছেন, অনুদানের ক্ষেত্রে ন্যূনতম টাকা হবে ১০, এছাড়া ১০০ এবং ১০০০ টাকার কুপন থাকবে। তবে কোনও ভক্ত যদি চান তাহলে বেশি টাকার অনুদান দিতেই পারেন।