একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
স্বামী নেই। ছেলেও বিদেশে। কিন্তু ছেলে ঘরে ফিরতেই মা কেঁদে ফেললেন ছেলেকে দেখে। ছেলেও বাড়ি ফিরে ছুটলেন বাবার কবরের কাছে। ছেলের নাম মহম্মদ সিরাজ।
ভারতের তরুণ ফাস্ট বোলার নিজের অভিষেক সিরিজেই রূপকথার নায়ক হয়ে গিয়েছেন। তিন ম্যাচে তেরো উইকেট,সিরাজ যেন আবির্ভাব লগ্নে হাজার ওয়াটের আলো ছড়িয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অশ্বিন,বুমরাহকে পেছনে ফেলেছেন।
বাবার মৃত্যুর পর দেশে ফেরার সুযোগ থাকলেও দেশে ফেরেননি সিরাজ। ফোনে মা বলেছিলেন অস্ট্রেলিয়া থেকে যেতে, সুযোগ পেলে দেশের হয়ে নিজেকে উজাড় করে দিতে। সেটাই করেছেন সিরাজ।
দুচোখে জল সিরাজেরও। বলছেন, বিমানবন্দরে নেমে সোজা চলে গেলাম বাবার কবরে। সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। ফুল দিলাম। সামনে হয়তো নেই।কিন্তু জানতাম বাবা সব দেখছেন। তারপর বাড়ি ফিরতেই মা কেঁদে ফেললেন। আসলে এত তাড়াতাড়ি সব ঘটে গেল বোঝা গেল না। এসবের জন্য প্রস্তুত ছিলাম না একেবারেই। আমার মা আমার ফেরার জন্য অপেক্ষা করেছেন। সম্পূর্ণ অন্যরকম অনুভূতি। বলে বোঝাতে পারব না।