গালোয়ানে শহিদ জওয়ানের নাম জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে

একতারা বাংলা, নিউজ ডেস্কঃ

পনেরো জুন। প্রতিপক্ষের সংখ্যা ২৫০-এর বেশি। সেখানে কর্নেল বি সন্তোষ বাবুর নেতৃত্বে ভারতীয় জওয়ান ছিলেন মাত্র ৫০ জন। পরে দু’পক্ষের আরও জওয়ান এলেও চিনারা পাল্লায় এগিয়েছিল। সঙ্গে তারা কাঁটাতার, পেরেক নিয়ে প্রস্তুত ছিল। কিন্তু অদম্য সাহস আর তীব্র দেশপ্রেম থাকলে কি হয় তা দেখিয়েছিলেন ভারতীয় সেনারা।

চিনের বিরুদ্ধে সেই লড়াই করতে গিয়ে যে কুড়ি জন জওয়ান প্রাণ হারিয়েছিলেন, তাঁদের আগেই সম্মানিত করেছিল ভারত সরকার। এবার শোনা যাচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন তাঁদের পরিবারকে বিশেষ সম্মান দেবে সরকার। তার আগেই অবশ্য দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হল।

গালোয়ানে শহিদদের জন্য জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে নাম লেখানো হল। পাকিস্তানের সঙ্গে তিনটি যুদ্ধে এবং চিনের সঙ্গে যুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের নাম তো আগে থেকে ছিলই। এবার সেই বীরদের তালিকায় যুক্ত হল গালোয়ান বীরদের নাম। যদিও ওই শহিদদের নামে একটি স্মৃতিসৌধ আগেই তৈরি হয়েছিল দূর্বুক শায়ক দৌলত বেগ অল্ডির ১২০ নম্বর ইউনিট লেভেল পোস্টে।

সেইদিন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন, ভারত সোমবার দু’দফায় সীমান্ত লংঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি হয়। যদিও সারাবিশ্বের কাছে প্রমানিত হয়ে যায় চীন মুখে এক বলছে কিন্তু কাজ করছে বিপরীত।