একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
আবার অসুস্থ হয়ে পড়েছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের তরফ থেকে জানতে পারা গেছে যে, বুধবার দুপুরে আচমকা তিনি বুকে ব্যাথা অনুভব করেন। তারপরেই তাঁকে গ্রিন করিডর করে বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গতবার বুকে ব্যথা নিয়ে সৌরভ যখন উডল্যান্ডস হাসপাতালে ভরতি হয়েছিলেন। সৌরভকে এখন দেখছেন চিকিত্সক আফতাব খান, সরোজ মণ্ডল এবং সপ্তর্ষি বসু। এই সপ্তাহেই স্টেন্ট বসানোর জন্য হাসপাতালে ভরতি হওয়ার কথা ছিল মহারাজের। কিন্তু মঙ্গলবার রাত থেকেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন তিনি।
জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে তিনি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থেকেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন।
এদিকে হাসপাতালে দাদাকে দেখতে যান তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া। মহারাজকে দেখে বেরিয়ে এসে তিনি সংবাদমাধ্যমে স্পষ্ট জানান, রাতে ভালো করে ঘুম হয়নি তাই সকালে শরীরটা খারাপ লাগছিল। সেই কারণে কিছু টেস্ট করা হয়েছে কিন্তু দাদা একেবারেই সুস্থ আছেন।