একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
কলকাতার পুলিশ কমিশনার পদে বদল৷ অনুজ শর্মার জায়গায় কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র৷ এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় আনা হয় সৌমেন মিত্রকে।
রাজীব কুমারের বিরুদ্ধে শাসক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল বিরোধীরা। তার প্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। যদিও নির্বাচনের পরেই ফের সৌমেন মিত্রকে বদলি করা হয়। রাজীব কুমারকেই ফিরিয়ে আনা হয় কমিশনার পদে। কারণ, রাজীবকে কমিশনের সরিয়ে দেওয়াটা ভাল ভাবে নেননি তিনি। রাজীব-সহ কয়েক জন ঘনিষ্ট অফিসারকে বদলি করে দেওয়ায় নির্বাচন কমিশনের উপরে তোপও দেগেছিলেন তিনি।
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যদিও জানিয়েছেন, একই পদে তিন বছর পার হয়ে যাওয়ায় নিয়ম মেনেই এই পরিবর্তন।