একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
দীর্ঘ সময় পর বুধবার থেকে সাধারণের জন্য খুলে গেল বেলুড় মঠের দরজা। বেলুড় মঠ তরফে জানা গিয়েছে, মঠে প্রবেশ ও প্রস্থানের সময়সীমার উপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল ৮.৩০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ও ৩.৩০মিনিট থেকে ৫.১৫মিনিট পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। মঠে প্রবেশ করতে গেলে ভক্তদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া প্রবেশদ্বারে ভক্তদের হাত স্যানিটাইজ করা, থার্মাল স্ক্রিনিং ও দূরত্ববিধি বজায় রাখা- এই বিধিনিয়ম পালন করে তবেই প্রবেশ করতে পারবেন ভক্তরা। উল্লেখ্য অতিমারী পরিস্থিতি এখনও কাটেনি। এই অবস্থায় মঠে প্রবেশ করার বিষয়েও বেশ আঁটোসাটো করার পথে হেঁটেছেন মঠের সন্ন্যাসীরা। মঠের নির্দিষ্ট জায়গাতেই কেবলমাত্র ভক্তরা চলাচল করতে পারবেন বলে নির্দেশিকা জারি করা হয়েছে।
রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানিয়ছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। গোটা পদ্ধতিটা মঠের উপর কেমন প্রভাব পড়ে সেদিকেও নজর রাখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী এপ্রিলের মাঝে কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হবে।