একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
রাজ্যসভায় বিরোধী দলনেতা হিসাবে গুলাম নবি আজাদের বিকল্প কে হবেন তা জানিয়েছে কংগ্রেস হাইকমান্ড। গুলাম নবি আজাদের পর ওই পদের দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের হাতে।
উল্লেখ্য, রাজ্যসভা থেকে ওলাম নবি আজাদকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। আজাদকে বিদায় জানাতে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে মোদি বলেছিলেন, একজন বিরোধী দলের নেতা হিসাবে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকাই স্বাভাবিক। কিন্তু গুলাম নবি আজাদ দলীয়।
রাজনীতির উর্ধে উঠে দেশকে প্রাধান্য দিয়েছেন সব সময়। রাজনৈতিক বিষয়ে তার পরামর্শ যে কতখানি মুল্যবান, সে কথাও তুলে ধরেছেন মোদি। তিনি আরও বলেন, বহু বছর ধরে গুলাম নবি আজাদকে চিনি। আমরা এক সময় মুখ্যমন্ত্রী ছিলাম। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ওর সঙ্গে কথা হত। উনি একজন সত্যিকারের বন্ধু।
অন্যদিকে বিদায়ী ভাষণে গুলাম নবি আজাদ বলেছিলেন- আমি সেই সব সৌভাগ্যবানদের মধ্যে একজন যিনি কখনও পাকিস্তান যাননি। যখন পাকিস্তানের কথা পড়ি, তখন হিন্দুস্তানি মুসলিম হিসাবে গর্ব বোধ করি।