একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
প্রথম ইনিংসে ১১২ রানে অল আউট হয় ইংল্যান্ড। জবাবে, রুটের বোলিং নৈপূণ্যে ১৪৫ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৮১ রান তুলতেই থামতে হয় থ্রি লায়নদের। জবাবে, কোন উইকেট না হারিয়ে ৪৯ রান করে বিরাট কোহলির দল।
১৯ বছর পর আবারো একই নাটকের পুনর্মঞ্চায়ন তবে, বদলে গেল কুশীলব, ভারতের মাটিতে ধরাশায়ী হল ব্রিটিশ রাজত্ব,কারণ কেড়ে নিল দুজন স্পিনার। মোতেরা’তে মাইনফিল্ড বানিয়ে ব্রিটিশ ব্যাটিং লাইনআপকে ধ্বংসস্তুপে পরিণত করলেন আকশার এবং অশ্বিন জুটি। দুজনে মিলে নিয়েছেন ১৮ উইকেট।
জয়টা ভাগাভাগি করলেও, রেকর্ড করেছেন দুজনে আলাদা আলাদা। মাত্র দ্বিতীয় টেস্টেই দু ইনিংসে ৫ উইকেট দখলে গেছে প্যাটেলের। আর অশ্বিন তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪০০তম উইকেটটি, তাও মাত্র ৭৭ টেস্টে। শততম টেস্টে এক উইকেট পেলেও, এমন জয়ে নিশ্চই এখন আনন্দে আত্মহারা ইশান্ত শর্মা।
৪৯ রানের টার্গেট নিয়ে খুব বেশি ভাবনা চিন্তায় যাননি রোহিত শর্মা এবং শুভমান গিল। লিচ-রুটকে চড়াও হওয়ার সুযোগ না দিয়ে পালটা আক্রমণ করেন এ দুজন। ফলাফল, ১০ উইকেটের জয়।