একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপরে ধনুকের মতো বাঁকানো বিস্ময়কর রেলসেতুটির কাজ প্রায় শেষ। যা হতে চলেছে পৃথিবীর উচ্চতম রেলসেতু। উচ্চতায় যা হার মানাবে আইফেল টাওয়ারকেও! বৃহস্পতিবার সকালে টুইট করে নির্মীয়মাণ সেতুটির ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল । সেই সঙ্গে জানিয়ে দিলেন, শিগগিরি সম্পূর্ণ হয়ে যাবে সেতুটি।
ধনুকাকৃতি এই সেতু কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করবে। ১ হাজার ২৫০ কোটি টাকা খরচে তৈরি হওয়া চেনাব নদী থেকে এই সেতুটির উচ্চতা ৩৫৯ মিটার। যা প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও উঁচু। সব মিলিয়ে যার দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার। নিঃসন্দেহে এই সেতু হতে চলেছে ওই অঞ্চলের পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণের কেন্দ্র।
২০১৭ সালের নভেম্বর থেকে শুরু হয়েছিল সেতুর মূল ধনুকাকৃতি কাঠামোটির নির্মাণকাজ। কিন্তু গত বছর অতিমারীর ধাক্কায় সেই নির্মাণকাজ খানিকটা ব্যাহত হলেও নতুন করে কাজে গতি এসেছে সম্প্রতি। আশা, দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে সেতুটির নির্মাণ।
বিশেষত্ব থাকছে এই সেতুর- রিখটার স্কেলে ৮ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা সহ্য করতে পারবে এই সেতু।
অত্যন্ত শক্তিশালী বিস্ফোরকের আঘাতও অনায়াসে সয়ে নিতে পারবে এটি। যা কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকার মানুষদের অনেকটাই স্বস্তি দেবে, তবে শেষ পর্যন্ত যে পর্যটকরা এখানে আসেন তাঁদের অভিজ্ঞতার ঝুলি ভরে যায় চোখধাঁধানো নৈসর্গিক সৌন্দর্যে। চেনাব নদীর উপরের এই সেতু নিঃসন্দেহে তাঁদের আকর্ষণের তালিকার অন্যতম সংযোজন হতে চলেছে।