অ্যাথলিট হিমা দাস অসম পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেট পদে

একতারা বাংলা, নিউজ ডেস্কঃ

অসমের ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি পদে বসলেন অ্যাথলিট হিমা দাস। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভিডিও পোস্ট করে অসম পুলিশের তরফে এই সুখবর শোনানো হয়েছে। নতুন চাকরি এবং সম্মান পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন হিমা নিজে। জানিয়েছেন যে এই স্বীকৃতি তাঁকে দেশের হয়ে আরও ভাল পারফরম্যান্স করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

শুক্রবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে হিমা দাসকে অসম পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেট পদে নিযুক্ত করা হয়। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উপস্থিতিতে ভারতীয় অ্যাথলিটের খাকি পোশাকের কাঁধে পদমর্যাদার ব্যাচ পরানো হয়। হাততালি দিয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। আবেগতাড়িত হয়ে পড়েন হিমা। একগাল হাসি নিয়ে দর্শকদের অভিবাদন তিনি গ্রহণ করেন।

ওই মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অসম পুলিশ। সঙ্গে দেশকে পদক এনে দেওয়া অ্যাথলিটকে দেওয়া হয়েছে শুভেচ্ছা। হিমাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় হিমার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও। সেসবে উচ্ছ্বসিত হয়ে অ্যাথলিট বলেছেন যে শৈশব থেকেই তিনি পুলিশ অফিসর হওয়ার স্বপ্ন দেখে এসেছেন। তাঁর মাও একই স্বপ্ন দেখেছেন বলে জানিয়েছেন হিমা। সেই স্বপ্ন স্বার্থক হওয়ায় নিজেকে ধন্য বলে মনে করছেন।