একতারা বাংলা, নিউজ ডেস্কঃ
২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে। ফলাফল ঘোষণা ২ মে। শুক্রবার ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ। বিহারের পর করোনা আবহে পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য, কেরল, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন হতে চলেছে।
বাংলায় প্রথম দফায় ভোট ২৭ মার্চ , দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল , তৃতীয় দফায় ভোট ৬ এপ্রিল , চতুর্থ দফায় ভোট ১০ এপ্রিল , পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল , ষষ্ঠ দফায় ভোট ২২ এপ্রিল , সপ্তম দফায় ভোট ২৬ এপ্রিল ), অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল