দেবের নতুন ছবি আসছে “গোলোন্দাজ”

একতারা বাংলা, নিউজ ডেস্কঃ

গোলন্দাজ হলো একটি ক্রীড়াবিদের জীবনী কাহিনীর চলচ্চিত্র যা ধ্রুবো ব্যানার্জি পরিচালিত এবং শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সনি প্রযোজিত। ছবিটিতে দেব, অ্যালেক্সেক্স ওনেল, অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, ইন্দ্রশীষ রায়, শ্রীকান্ত আচার্য ও জন ভট্টাচার্য অভিনয় করেছেন। ভারতীয় ফুটবল যার হাত ধরে এসেছিলো সেই ব্যক্তির গল্প, যার নাম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।

দেব নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী; একজন ফুটবলার
মেজর ফ্রেডরিক জ্যাকসনের ভূমিকায় অ্যালেক্সেক্স ওনেল
ভার্গব চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য
কমলিনী চরিত্রে ইশা সাহা
জিতেন্দ্রর চরিত্রে ইন্দ্রশিশ রায়
শ্রীকান্ত আচার্য্য সূর্যকুমার সর্বাধিকারী
বিনোদ চরিত্রে জন ভট্টাচার্য
জয়দীপ মুখার্জি

ভারতে ফুটবল খেলার প্রথম বেসটি হরে স্কুল সংলগ্ন খেলার মাঠে নির্মিত হয়েছিল। নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তাঁর পিছনে যে লোকটির নাম, তাঁর নামেই মাঠটির নামকরণ করা হয়েছে। যদিও ভারতীয় ফুটবলের জনক নামটি ভুলে গেছে, ধ্রুবো বন্দ্যোপাধ্যায় পরিচালিত “গোলন্দাজ” ছবিটি নাগেন্দ্র প্রসাদের জীবনী অবলম্বনে নির্মিত।
ছবিটির শুটিং 2020 সালের 5 ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছিল।

COVID-19 মহামারীর কারণে তাদের শুটিং বন্ধ করতে হয়েছিল, চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের তালিকা এসভিএফ-এর টুইটার হ্যান্ডেল থেকে 2020 সালের 25 জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় দেখা গেছে যে ছবিতে দেব, অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, ইন্দ্রশীষ রায়, শ্রীকান্ত আচার্য, জন ভট্টাচার্য অভিনয় করছেন। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পেতে চলেছে।