বায়ো পিকে এবার হরভজন, ছবির নাম ফ্রেন্ডশিপ

একতারা বাংলা, নিউজ ডেস্কঃ

অভিনয়ের হাত ধরে কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন হরভজন সিং ৷ টিম ইন্ডিয়ার টার্বানেটরকে বাইশ গজের বাইরে ধারাভাষ্যকার ও রিয়ালিটি শো-এর বিচারক হিসাবে পাওয়া গিয়েছে অতীতে৷ এবার তিনি পুরোদমে ছবিতে অভিনয় করলেন৷ ভাজ্জিকে দেখা যাবে ‘ফ্রেন্ডশিপ’নামের ত্রৈভাষিক ছবিতে৷

গত সোমবার এই ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পঞ্জাব পুত্তর, যা দেখে তাঁর ফ্যানেরা মুগ্ধ৷ ভাজ্জির প্রশংসায় ট্যুইট করলেন তাঁর জাতীয় ও আইপিএল টিমের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না ৷ এমনকী হরভজনের অভিনেত্রী ও মডেল স্ত্রী গীতা বসরাও ট্যুইট করলেন৷রায়না ট্যুইটারে লিখলেন, “এটা এপিক হয়েছে ভাজ্জু পা৷ পুরো ছবিটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না৷ তোমার নতুন প্রচেষ্টায় অনেক সাফল্য আসুক৷ এমনটাই কামনা করি৷”