একতারা বাংলা, নিউজ ডেস্ক :
আজ সকাল ৯টা ১০ নাগাদ এক ভয়ঙ্কর পথদুর্ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের অভিরামপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী দের বয়ান অনুযায়ী অভিরামপুর লাগোয়া পেট্রোল পাম্পে বাইকে প্রেট্রোল নিয়ে মানকর-গুসকরা রোডে ওঠার সময় দ্রুত গতিতে ছুটে আসা যাত্রী বোঝায় বাস সজোরে ধাক্কা দেয় বাইক আরোহীদের। বাইক আরোহী দুই ব্যক্তি ঘটনা স্থলেই প্রাণ হারান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় ভাল্কি গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নর অতুল মন্ডল এবং বছর পঞ্চাশের দিলীপ বাউড়ি ব্যাক্তিগত কাজে বাইকে বের হন। অভিরামপুর লাগোয়া এলাকায় পেট্রোল পাম্পের কাছে দ্রুত গতিতে ছুটে আসা বাসের নীচে চাপা পড়েন।
শেষ খবর পাওয়া অনুযায়ী আউশগ্রাম থানার পুলিশ দেহ দুটি পোস্টমর্টেম এর জন্য পাঠিয়েছে।