এপ্রিল থেকে বাড়ছে ওষুধের দাম, সম্মতি দিয়েছে কেন্দ্র সরকার

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে ওষুধপত্রের দাম। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোকে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র সরকার। ফলে অ্যান্টিবায়োটিক, পেনকিলার এবং সংক্রমণ-রোধী ওষুধের দাম বাড়বে আগামী মাস থেকেই। দাম বাড়ানো হচ্ছে বার্ষিক হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) অনুযায়ী। 

প্রতি বছরই এই WPI অনুযায়ী দাম বাড়ে ওষুধপত্রের। সূত্রের খবর, সাম্প্রতিক কালে ওষধি উৎপাদনের খরচ বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ হারে। সেই তুলনায় বর্ধিত মূল্য এমন কিছু নয়, বলছেন এই ব্যবসার সঙ্গে জড়িত এক বিশেষজ্ঞ। তিনি বলছেন, লকডাউনের সময়ে কাঁচামাল, প্যাকেজিংয়ের খরচ বেড়েছে অনেকটাই। ওষুধ তৈরির উপকরণ বেশিরভাগটাই আসে চীন থেকে।

লকডাউনের ফলে চীন থেকে কাঁচামালের জোগানে ঘাটতি হয়েছে। বেশি দাম দিয়ে কিনতে হয়েছে অন্য জায়গা থেকে। সুযোগ বুঝে চীনও কাঁচামালের দাম বাড়িয়ে দিয়েছে ১০ থেকে ২০ শতাংশ হারে। সবমিলিয়ে চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপরেই। রান্নার গ্যাস, জ্বালানি তেল তো ছিলই, এবার বেঁচে থাকার অন্যতম ‘অস্ত্র’ ওষুধও মহার্ঘ হতে চলেছে।