একতারা বাংলা, নিউজ ডেস্ক :
করোনা ছাড় দিল না ক্রিকেট ঈশ্বরকেও। এবার মারণ ভাইরাসে আক্রান্ত শচীন তেন্ডুলকার। শনিবার সকালে টুইট করে নিজেই দুঃসংবাদ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
আপাতত তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তবে স্বস্তির খবর, শচীনের পরিবারের আর কোনও সদস্য করোনার কবলে পড়েননি।
শনিবার টুইটে শচীন জানিয়েছেন, ‘করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সমস্তরকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত পরীক্ষাও করিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি।