
[উৎসর্গ- কবি পাবলো নেরুদা কে। অনুপ্রেরণা-“Love is so short, forgetting is so long” from “Tonight I Can Write”]
অনেক যত্ন করে কষ্ট গুলোকে তৈরি করি,
সেই কষ্ট মেখে শরীর হয়ে ওঠে আরো সুন্দর।
যে হাত আগে ছিল অন্য কারুর;
জানি, আমার পরেও হবে অন্যের।
তবু সেই হাতের ছোঁয়ায় ধড়ে আসে প্রাণ,
কলমের নিবে আসে সুরের ধারা।
ক্ষনিকের আনন্দে হেঁটে যাই অনিশ্চয়তার দিকে-
প্রেম! হোক সে সাময়িক,- তবু তা শাশ্বত উজ্জ্বল।
অনেক যত্ন করে কষ্ট গুলোকে তৈরি করি,
ভালোবাসি বিরহের যন্ত্রনা।
যে মন আজ আঁকে আমার ছবি, কাল আঁকবে অন্যের
সব সত্যি জেনেও , ভালোবাসি সেই মন।
ফুল ঝরে যাবে জেনেও দিনের আলোয় হাসে,
প্রেম উবে যাবে জেনেও স্বপ্ন দেখি, গাছের তলায় বসে।