একতারা বাংলা, নিউজ ডেস্ক :
আইপিএলের জন্য রাস্তা করে দিল মহারাষ্ট্র সরকার। করোনা বিধ্বস্ত মুম্বইতে জারি হয়েছে নাইট কারফিউ। কিন্তু তাসত্ত্বেও রাত ৮টার পরে করা যাবে প্র্যাকটিস। পাশাপাশি খেলোয়াড়রা টিম বাসে চেপেই রাতে ফিরতে পাবেন নিজেদের হোটেলে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে উদ্ধব ঠাকরের সরকার। রিপোর্ট সংবাদ সংস্থা পিটিআই-এর।
মহারাষ্ট্রে ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আরব সাগরের তীরবর্তী শহর মুম্বইয়ে। গত রবিবার “ব্রেক দ্য চেইন” ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
যার ফলে সমগ্র মহারাষ্ট্রে জারি হয়েছে ১৪৪ ধারা ও নাইট কারফিউ (রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত)। শনি-রবিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন যা লাগু থাকবে। তবুও এই পরিস্থিতিতে আইপিএল পেয়ে গেল গ্রিন সিগন্যাল।