অভিজিৎ মণ্ডল, কলকাতা :
খোয়াই পাবলিশিং হাউস থেকে মহামারি কালে প্রকাশিত হতে চলেছে, বিশিষ্ট লেখক রাধামাধব মণ্ডলের নতুন গল্পগ্রন্থ “বাঁকবদল “। প্রায় কুড়িটা গল্পের সংকলন এই বইটি। প্রত্যেকটি গল্পই জীবন থেকে নেওয়া।
আর এই বই রাধামাধবের অন্যান্য বইয়ের মতোই জনপ্রিয় হবে এমন আশা করছেন তার পাঠকরা। ইতিমধ্যেই বইটির বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এই অন্ধকার সময়েও, জনপ্রিয় এই তরুণ লেখকের বই ঘিরেও তৈরি হয়েছে বাড়তি উম্মাদনা।
যদিও এবিষয়ে জিজ্ঞেস করা হলে, লেখক প্রকাশক কেউই তেমন ভাবে মুখ খুলতে চাইনি। খোয়াই পাবলিশিং হাউসের পেজে ইতিমধ্যেই নতুন বইয়ের প্রচ্ছদ দিয়ে বিজ্ঞাপন করা হয়েছে।
প্রিয় লেখকের পেজেও প্রকাশিত হয়েছে বিজ্ঞাপনটি। তবে লকডাউন উঠলেই বাজারে পাওয়া যাবে জানা গেছে এই গল্প সংকলন “বাঁকবদল”। গল্পগ্রন্থের প্রত্যকটি গল্পই একটি অপরটির থেকে আলাদা। কয়েকটি জনপ্রিয় গল্পও ঠাঁই পেয়েছে, এই গ্রন্থে বলে জানানো হয় খোয়াই প্রকাশনীর পক্ষ থেকে।