১৮ দিন লুকিয়ে থাকা হত্যাকান্ডে অভিযুক্ত অলিম্পিক্স পদকজয়ী সুশীল অবশেষে ধৃত

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

২৩ বছরের তরুণ কুস্তিগীর সাগর রানার হত্যাকান্ডে অভিযুক্ত সুশীল। দিল্লি পুলিশের দাবি এর পর সুশীল পঞ্জাবের ভাটিন্ডায় লুকিয়ে ছিলেন। তাঁকে খুঁজে বের করার জন্য দিল্লি পুলিশের পাশের রাজ্য পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় চিরুনি তল্লাসি চালাচ্ছিল।

গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সাগর রানাকে খুনের অভিযোগে জড়িয়ে পড়েছেন সুশীল। বেশ কিছু কুস্তিগীরের মধ্যে ঝগড়া এবং তা থেকে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে যেতে থাকে।

এক পক্ষ আরেক পক্ষকে নির্মমভাবে আঘাত করতে থাকে বলে অভিযোগ। ক্রমশ বাড়তে থাকে হিংসা। তাতেই ওই কুস্তিগীরের মৃত্যু হয়েছে বলে উত্তর দিল্লি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

গত কয়েক দিন একাধিক রাজ্যে পালিয়ে থাকার পর অবশেষে শনিবার সন্ধের দিকে পুলিশের হাতে গ্রেফতার হলেন অলিম্পিক্স জোড়া পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার। তাঁর সহযোগী অজয় কুমারকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুত্রের খবর, ‘‘পঞ্জাবের জলন্দরের কাছাকাছি জায়গা থেকেই গ্রেফতার করা হয় কুস্তিগীর ও তাঁর সহযোগীকে।’’ শনিবার এই দুজনকে পঞ্জাব পুলিশ আটক করার পর দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে।