ভ্যাকসিন নিলেই মিলবে বিয়ার, পরিকল্পনা বাইডেন প্রশাসনের

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

মানুষ যাতে ভ্যাকসিন নিতে আগ্রহী হয় তার জন্য নতুন পরিকল্পনা করল আমেরিকা। ভ্যাকসিন নিলেই পাওয়া যাবে বিয়ার। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তার আগেই যাতে মানুষ করোনা টিকার একটি ডোজ পায়, তার জন্য পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, বাইডন ভ্য়াকসিনেশন সম্পর্কে দেশকে আপডেট করতে বলেছেন। তিনি চান স্বাধীনতা দিবসে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত আংশিকভাবে টিকা পেয়ে যান। তার জন্যই এমন পরিকল্পনা। 

এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংখ্যার ৬২.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনা ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন। ১৩৩.৬ মিলিয়ন মানুষের সম্পূর্ণভাবে টিকাকরণ সম্ভব হয়েছে। নতুন টিকা প্রক্রিয়া আবার কমে গিয়েছে। প্রতিদিন গড়ে ৬ লক্ষেরও কম মানুষ টিকা পাচ্ছেন। এই সংখ্যা আগে ছিল ৮ লক্ষেরও বেশি।