শুরু হচ্ছে ইউরো কাপ, দেখেনিন গ্রুপ বি এর বেলজিয়াম দলের পুরো স্কোয়াড

মনোরঞ্জন যশ, দুর্গাপুর :

অনেক টালবাহানার পর করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ। ইউরো কাপ ২০২১ – যদিও এক বছর আগেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট – কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ২৪ টি দল।

এক এক করে প্রতি দলের পরিচয়, ক্ষমতা দুর্বলতা জেনে নিন। প্রথমেই গ্রূপ বি-এর দল বেলজিয়াম। পুরো স্কোয়াড –

বেলজিয়াম (গ্রুপ বি):
গোলরক্ষক:
থাইবাট কোর্টইস (রিয়াল মাদ্রিদ)
সাইমন ম্যাগনোলেট (ক্লাব ব্রুগ)
ম্যাটজ সেলস (স্ট্র্যাসবুর্গ)
ডিফেন্ডার:
টবি অ্যাল্ডারওয়েয়ার্ড (টটেনহ্যাম)
ড্রেড্রিক বয়য়টা (হার্টা বার্লিন)
জেসন ডানায়ার (লিয়ন)
টমাস ভারমেলেন (ভিসেল কোবে)
জ্যান ভার্টনঝেন (বেনফিকা)
মিডফিল্ডার:
টিমোথি ক্যাসাগেন (লিসেস্টার)
ন্যাসের চাদলি (ইস্তানবুল বাসাকসেহির)
ইয়ানিক ক্যারাসকো (অ্যাটলেটিকো মাদ্রিদ)
কেভিন ডি ব্রুয়েন (ম্যানচেস্টার সিটি)
লিয়েন্ডার ডেন্ডনকার (ওলভস)
থর্গান হ্যাজার্ড (ডর্টমুন্ড)
ডর্টমুন্ডিস (লিসেস্টার)
ইউরি টেলিমেন্স (লিসেস্টার)
হান্স ভানকেন (ক্লাব ব্রুগ)
অ্যাক্সেল উইটসেল (ডর্টমুন্ড)
ফরোয়ার্ড:
মিশি বাশুয়ায়ে (ক্রিস্টাল প্যালেস)
ক্রিশ্চান বেন্তেক (ক্রিস্টাল প্যালেস)
জেরেমি ডোকু (রেনেস)
ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ)
রোমেলু লুকাকু (ইন্টার মিলান)
ড্রাইস মার্টেনস (নেপোলি)
লেয়ানড্রো ট্রসার্ড (ব্রাইটন)