মনোরঞ্জন যশ, দুর্গাপুর :
অনেক টালবাহানার পর করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ। ইউরো কাপ ২০২১ – যদিও এক বছর আগেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট – কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ২৪ টি দল।
এক এক করে প্রতি দলের পরিচয়, ক্ষমতা দুর্বলতা জেনে নিন। প্রথমেই গ্রূপ সি-এর দল অস্ট্রিয়া। পুরো স্কোয়াড –
অস্ট্রিয়া (গ্রুপ সি):
গোলরক্ষক:
ড্যানিয়েল ব্যাচম্যান (ওয়াটফোর্ড)
পাভাও পেরভান (ওল্ফসবার্গ)
আলেকজান্ডার শ্ল্যাগার (এলএএসকে)
ডিফেন্ডার:
ডেভিড আলাবা (বায়ার্ন)
আলেকসান্দ্র ড্রাগোভিচ (লেভারকুসেন)
মার্কো ফ্রিডেল (ওয়ার্ডার ব্রেমেন)
মার্টিন হিন্টেগ্রেগার (ফ্রাঙ্কফুর্ট)
স্টিফান লাইনার (মনচেংগ্লাডবাচ)
ফিলিপ লিয়েনহার্ট (ফ্রেইবার্গ)
স্টিফান পোস্টচ (হোফেনহিম)
ক্রিস্টোফার ট্রিমেল (ইউনিয়ন বার্লিন)
আন্দ্রেয়াস আলমার (সালজবুর্গ)
মিডফিল্ডার:
জুলিয়ান বাউমগার্টলিংগার (লেভারকুসেন)
ক্রিস্টোফ বাউমগার্টনার (হফেনহাইম)
ফ্লোরিয়ান গ্রিলিটস্ (হফেনহাইম)
স্টেফান ইলস্যাঙ্কার (ফ্রাঙ্কফুর্ট)
কনরাড লায়েমার (লাইপজিগ)
ভ্যালেন্তিনো লাজারো (ইন্টারনেজিওনালে)
মার্সেল সাবিতিজার (লিপজিগেন)
লুইস জেভার শ্ল্যাগার (ওল্ফসবার্গ)
আলেসান্দ্রো শোফ (শালকে)
ফরোয়ার্ড:
মার্কো আরনাউটোভিক (সাংহাই পোর্ট)
মাইকেল গ্রেগরিটসচ (অগসবার্গ)
সাসা কালাজডজিক (স্টুটগার্ট)
করিম ওনিসিও (মাইনজ)