মনোরঞ্জন যশ, দুর্গাপুর :
অনেক টালবাহানার পর করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ। ইউরো কাপ ২০২১ – যদিও এক বছর আগেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট – কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ২৪ টি দল।
এক এক করে প্রতি দলের পরিচয়, ক্ষমতা দুর্বলতা জেনে নিন। প্রথমেই গ্রূপ বি-এর দল ডেনমার্ক। পুরো স্কোয়াড –
ডেনমার্ক (গ্রুপ বি):
গোলরক্ষক:
ক্যাস্পার শ্মিচেল (লিসেস্টার)
জোনাস লসেল (মিডটজিল্যান্ড)
ফ্রেডেরিক রনো (শালচ)
ডিফেন্ডার:
জেনস স্ট্রাইজার লারসেন (উদিনিস)
সাইমন কেজার (এসি মিলান)
আন্দ্রেস ক্রিস্টেনসেন (চেলসি)
জোয়াচিম অ্যান্ডারসন (ফুলহাম)
ড্যানিয়েল ওয়াস (ভ্যালেন্সিয়া)
ম্যাথিয়াস জোর্গেনসেন (কোপেনহেগেন)
জোয়াকিম মেহেলে (আটলান্টা)
জান্নিক ওয়েস্টার্পটন (সাউদাম্পটন)
নিকোলাই বোলেসেন (কোপেনহেগেন)
মিডফিল্ডার:
ম্যাথিয়াস জেনসেন (ব্রেন্টফোর্ড)
ক্রিশ্চিয়ান নোরগার্ড (ব্রেন্টফোর্ড)
পিয়েরে-এমিল হজবজর্গ (টটেনহাম)
টমাস ডেলানি (ডর্টমুন্ড)
আন্ডার্স ক্রিশ্চেনসেন (মালমো)
ক্রিশ্চিয়ান এরিকসেন (ইন্টার মিলান)
মিক্কেল দামসগার্ড (সাম্পডোরিয়া)
রবার্ট স্কভ ( হফেনহিম)
ফরোয়ার্ড:
মার্টিন ব্রেইথওয়েট (বার্সেলোনা)
আন্দ্রেয়াস কর্নেলিয়াস (পারমা)
আন্দ্রেস স্কভ ওলসেন (বোলোনা)
ইউসুফ পুলসন (লাইপজিগ)
ক্যাস্পার ডলবার্গ (নিস)
জোনাস উইন্ড (কোপেনহেগেন)