মনোরঞ্জন যশ, দুর্গাপুর :
অনেক টালবাহানার পর করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ। ইউরো কাপ ২০২১ – যদিও এক বছর আগেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট – কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট ২৪ টি দল।
এক এক করে প্রতি দলের পরিচয়, ক্ষমতা দুর্বলতা জেনে নিন। প্রথমেই গ্রূপ ডি-এর দল ক্রোয়েশিয়া। পুরো স্কোয়াড –
ক্রোয়েশিয়া (গ্রুপ ডি):
গোলরক্ষক:
ডোমিনিক লিভাকোভিচ (দিনামো জাগ্রেব)
লভ্রে কালিনিক (হাজডুক স্প্লিট)
সাইমন স্লুগা (লুটন)
ডিফেন্ডার:
সিম ভার্সালজকো (অ্যাটলেটিকো মাদ্রিদ)
বোর্না ব্যারসিক (রেঞ্জার্স)
ডুজে কালেটা-কার (মার্সেইল)
দেজন লভরেন (জেনিট)
জোসিপ জুড়ানোভিচ (লেগিয়া ওয়ার্সাওয়াওয়া)
ডোমাগোজ ভিদা (বেসিকটাস)
জোসকো গ্র্যাভারিওল (লেপজিগ্রাদ)
(এলওএসসি লিলি)
মাইল স্কোরিক (ওসিজেক)
মিডফিল্ডার:
মাতেও কোভ্যাসিক (চেলসি)
লুকা মড্রিক (রিয়াল মাদ্রিদ)
মার্সেলো ব্রাজোভিক (ইন্টার মিলান)
মিলান বাদেলজ (জেনোয়া)
নিকোলা ভ্লাসিক (সিএসকেএ মোসকভা)
মারিও পাসালিক (আটলান্টা)
ইভান পেরিসিক (আন্ত মিলান)
জোসিপ ব্রেকালো (ওল্ফসবার্গ)
মিল্লাভ ওড়সিক (দিনামো জাগ্রেব)
লুকা ইভানুসেক (দিনামো জাগ্রেব)
ফরোয়ার্ড:
অ্যান্ট রেবিক (এসি মিলান)
ব্রুনো পেটকোভিচ (দিনামো জাগ্রেব)
আন্টে বুদিমির (ওসাসুনা)
আন্দ্রেজ ক্রামারিক (হফেনহিম)