একতারা বাংলা, নিউজ ডেস্ক :
পিনএনবি প্রতারণা মামলয় মুল অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে পাঠানো হোক। আদালতে এমনটাই জানালেন ডমিনিকার সরকারি আইনজীবী। মেহুল চোক্সীর আবেদন না শোনার আর্জিও করা হয়েছে সরকারি আইনজীবীর তরফে।
ভারতের তরফ থেকেও আলাদা করে মেহুল চোক্সীর ফেরানোর বিষয়ে আবেদন করা হচ্ছে। পুলিশের হেফাজতে থাকলেও আপাতত হাসপাতালে আছেন মেহুল। তাঁর আইনজীবীদের অভিযোগ, মেহুলকে অ্যান্টিগা থেকে অপরহণ করে ডমিনিকায় নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু ডমিনিকার প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মেহুল অন্য পরিকল্পনা করেছিলেন। তিনি ডমিনিকা হয়ে কিউবা পালিয়ে যাওয়ায় ছক কষেছিলেন। সেই কারণেই প্রথম থেকে মেহুলকে ভারতে পাঠিয়ে দেওয়ার বিষয়ে সওয়াল করছে ডমিনিকা ও অ্যান্টিগা।