একতারা বাংলা, নিউজ ডেস্ক :
লর্ডসের মাটিতে মহারাজের করা ২৫ বছর আগের ইতিহাস পালটে দিলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ১৯৯৬ সালে সৌরভের করা রেকর্ড ভেঙে দিলেন তিনি। ১৯৯৬ সালের জুন মাস। প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে লর্ডসের মাটিতে খেলতে নেমেছিলেন এক শীর্ণকায় বাঙালি যুবক।
সেটাও ছিল জুন মাস। আর অভিষেকেই গোটা বিশ্বকে জানান দিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটকে শাসন করতে এসেছেন তিনি। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসের বুকে অভিষেকেই সৌরভের করা সেঞ্চুরি লেখা আছে ইতিহাসের খাতায়। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই লর্ডসের অনার বোর্ডে নাম তুলেছিলেন সৌরভ।
বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টের ১৩১ রানের সেই ইনিংস এখনও পর্যন্ত ছিল লর্ডসের মাঠে অভিষেকে কোনও বিদেশি ক্রিকেটারের করা সর্বোচ্চ রান। ৩০১ বলে ১৩১ রানের সেই ইনিংসে ২০টি বাউন্ডারি মেরেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।