ডোনাল্ড ট্রাম্পকে ২ বছরের জন্য সাসপেন্ড করল ফেসবুক

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ২ বছরের জন্য সাসপেন্ড করল ফেসবুক। গত ৬ই জানুয়ারি আমেরিকায় ক্যাপিটল হামলায় সময় বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিলেন ট্রাম্প।

উস্কানিমূলক মন্তব্যের জেরেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিল। ফেসবুকের তরফে তাঁদের ওয়েবসাইটে একটি ব্লগ পোস্টে বলা হয়, ‘কোনো বড় হিংসা সংঘটিত হলে সেই সময় প্রভাবশালীদের আচরণ খতিয়ে দেখে ফেসবুক।

নতুন নীতি অনুযায়ী ট্রাম্পের ক্ষেত্রেও কিছু মন্তব্য ও পদক্ষেপ ফেসবুকের নীতি লঙ্ঘন করা হয়েছে। ঐ পদক্ষেপ শাস্তিযোগ্য। তাই ফেসবুক থেকে তাঁকে ব্যান করা হয়েছে।’ সংস্থার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে বলে মনে করা হয়, তাহলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।