কোভ্যাক্সিন নিলেও নিতে হবে হু স্বীকৃত স্পুটনিকও, ভারতীয় পড়ুয়াদের নির্দেশ আমেরিকায়

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি অন্য দেশ থেকে সেখানে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের নির্দেশ দিয়েছে, যদি তাঁরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা না নিয়ে থাকেন তা হলে ফের তাঁদের টিকা নিতে হবে।

ভারতীয় পড়ুয়াদের বলা হয়েছে, যাঁরা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিয়েছেন তাঁদের নতুন করে স্পুটনিক-ভি টিকা নিতে হবে। নতুন সেমিস্টার শুরু হওয়ার আগেই তাঁদের টিকা নিয়ে নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশিকার পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। দু’টি আলাদা টিকা নিলে তার প্রভাব শরীরের উপর পড়বে কি না সেটাই ভাবছেন তাঁরা।

এই প্রসঙ্গে ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর মুখপাত্র ক্রিস্টেন নর্ডলান্ড নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘‘যে হেতু এখনও পর্যন্ত দু’টি আলাদা টিকা নেওয়া যাচ্ছে না তাই দু’টি আলাদা টিকা নিলে তার সুরক্ষা কিংবা কার্যকারিতা এখনও অজানা রয়েছে।