শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক শিখর ধওয়ন

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষিত হল। দলের অধিনায়ক হয়েছেন শিখর ধওয়ন। সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার।

এই সফরে থাকছেন শিখর ধওয়ন (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, নীতীশ রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), স়ঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ড্য, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া।

শ্রীলঙ্কায় ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ৩টি একদিনের ম্যাচ ১৩ জুলাই, ১৬ জুলাই ও ১৮ জুলাই। এরপর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ ২১, ২৩ ও ২৫ জুলাই।