সিনেমাহলে সিনেমা দেখলে ব্রেনের নিউরন কাজ করে বেশি মাত্রায়, এমনটাই জানাচ্ছেন গবেষকরা

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

ইউরোপীয় সিনেমা কোম্পানি ওডিওন কমিশন দিয়েছে এমন এক গবেষণায় দেখা যাচ্ছে, টিভি কিংবা OTT তে বাড়িতে সিনেমা (cinema) দেখে মানুষেরা “ফিল্মেনেশিয়া” নামক রোগ কিংবা শারিরীক সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন: আর্থিক সঙ্কটে নাজেহাল খেটে খাওয়া মানুষদের সাহায্যার্থে ঋতুপর্ণা সেনগুপ্ত

যেখানে ৭৪ শতাংশ মানুষ সেই সিনেমা দেখেও তার প্লট, চরিত্রদের নাম বা মুখ্য বিষয়গুলি মনে রাখতে পারছেননা কারন নানা ঘরোয়া ডিস্ট্র‍্যাকশন ব্রেইনে ডেটা প্রসেস করছেনা, প্রায় ৫৬ শতাংশ মানুষ পরে আবার গুগল এ খোজ করছেন কি দেখেছিলেন তারা।

২০০০ জন নাগরিকের শরীরে একরকম হেডসেট রেখে পরীক্ষা করে নিউরোসায়েন্টিস্টরা একদম জানিয়ে দিয়েছেন সিনেমা হলে গিয়ে দেখলেই একমাত্র নিউরোন সঠিক এবং মার্জিতভাবে কাজ করছে।

আরও পড়ুন: তরুণ প্রজন্মদের বিনামূল্যে IAS পরীক্ষা প্রস্তুতির ব্যবস্থা করলেন সনু সুদ

ফলে এইবার নতুন এক করপোরেট আন্দোলন শুরু করা হচ্ছে, বিশ্ব ব্যাপী পুরো দমে সিনেমা (cinema) হল ফিরিয়ে আনা কিংবা নতুন করে প্রতিষ্ঠা করার জন্যে লড়ছে বড় বড় অরগানাইজেশান এবং চিকিৎসা বিজ্ঞান।

Click here for follow us on facebook — Ektara Bangla