একতারা বাংলা, নিউজ ডেস্ক :
প্রয়াত হলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং (Milkha Singh)। করোনায় আক্রান্ত হওয়ার পর ৩০ দিনের মাথায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি এই দৌড়বিদ। বয়স হয়েছিল ৯১ বছর।
আরও পড়ুন: ভোট পরবর্তী সময়ে জোট নিয়ে চাপে সিপিআইএম
তাঁর ছেলে গল্ফার জীব মিলখা সিং এই খবর জানিয়েছেন। শুক্রবার রাতে পিজিআইএমইআর হাসপাতালে প্রয়াত হন তিনি। স্ত্রী নির্মল কৌর পাঁচ দিন আগে প্রয়াত হন, তিনিও কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
১৯৫৮ সালের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন মিলখা সিং (Milkha Singh)। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। এশিয়ান গেমসেও ৪টি সোনা এনেছেন মিলখা সিং (Milkha Singh) । ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: হঠাৎ বিদ্যুতের খুঁটির তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের
গত ২০ মে করোনায় আক্রান্ত হন তিনি। চার দিন পরে ২৪ মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় মিলখা সিং কে। কিন্তু ৩ জুন শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় পিজিআইএমইআর-এর নেহরু হাসপাতালে ভর্তি করাতে হয় মিলখা সিং কে। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি।
Click here for follow us on facebook — Ektara Bangla