‘বিরাট’ পরাজয়, ভারতকে হারিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

বিরাট কোহলির (Virat Kohli) হাতে ICC ট্রফি দেখার স্বপ্ন সার্থক হল না আর। গত ২ বছর ধরে বিশ্বের সেরা দলগুলি চেষ্টা করছিল, শেষ ল্যাপে এসে স্বপ্ন অধরা থেকে গেল বিরাট কোহলির (Virat Kohli) ভারতের।

আরও পড়ুন: শীঘ্রই দুয়ারে রেশন, টাস্কফোর্স গঠন রাজ্য সরকারের

টি-২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পরাজয় হল ভারতীয় ক্রিকেট টিমের। ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেলল নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড যে ৩২ রানের লিড পেয়েছিল, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল শেষদিন। ম্যাচের ষষ্ঠদিন আগের দিনের স্কোর ২ উইকেটে ৬৪ রানের পর থেকে খেলতে নামে ভারত।

আরও পড়ুন: দেশের বাইরে আত্মগোপনে বিনয়, দেশে ফিরলেই গ্রেফতারের সম্ভাবনা

কিন্তু এদিন শুরুতেই টিম ইন্ডিয়াকে জোরাল ধাক্কা দেন নিউজিল্যান্ড অল-রাউন্ডার কাইল জেমিসন। পরপর তিনি ফিরিয়ে দেন বিরাট কোহলি, এবং চেতেশ্বর পুজারাকে। তারপর একা পন্থ (৪১) ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান দাঁড়াতেই পারলেন না। ফলস্বরূপ ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৭০ রানে। 

Click here for follow us on facebook — Ektara Bangla