মেসির স্বপ্নপূরণ, ব্রাজ়িলকে ১-০ হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

অবশেষে আর্জেন্তিনার (Argentina) লিওনেল মেসির স্বপ্নপূরণ হল। দীর্ঘ সাত বছর আগে যে মাঠে অল্পের জন্য বিশ্বচ্য়াম্পিয়ন হতে না পারার যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল ।

আরও পড়ুন:  বাড়িতে বসেই করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স রিনিউ বা লাইসেন্সের জন্য আবেদন

বিখ্যাত সেই মাঠেই মারাকানাতেই জাতীয় দলের জার্সিতে প্রথম বড় ট্রফি জিতলেন লিওনেল মেসির দল আর্জেন্তিনা । এদিন ব্রাজ়িলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।

প্রথমার্ধে লা আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেন অ্য়াঙ্খেল দি মারিয়া। টুর্নামেন্টে ফাইনালেই একমাত্র যিনি শুরু থেকে খেললেন।

Click here for follow us on facebook — Ektara Bangla