নন্দীগ্রামে পুনরায় ভোট গণনার ইস্যু জিইয়ে রেখে এবার শুভেন্দুকে নোটিশ হাইকোর্টের

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

তবে কি পুনরায় ভোট গনণা হবে নন্দীগ্রামে (Nandigram) ? সেই  ইস্যু জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দায়ের করা মামলায় এবার শুভেন্দু অধিকারীকে নোটিশ ধরাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন:  ফের রাজ্যে শুটআউট, ভরসন্ধেয় মঙ্গলকোটে তৃণমূল নেতাকে গুলি করে খুন

নন্দীগ্রাম বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা গ্রহণ করে নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশ ধরাতে নির্দেশ দিয়েছেন বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ অগাস্ট।

আরও পড়ুন:  মেসির স্বপ্নপূরণ, ব্রাজ়িলকে ১-০ হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

২৪ জুন বিচারপতি কৌশিক চন্দ বেঞ্চের শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এখন তাঁর আর আদালতে উপস্থিতির প্রয়োজনীয়তা নেই এমনটাই জানিয়েছে কোর্ট। এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানান বিচারপতি শম্পা সরকার।

Click here for follow us on facebook — Ektara Bangla