একতারা বাংলা, নিউজ ডেস্ক :
করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা সামলে রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। আবার পথে নামতে শুরু করেছে বাস (Bus) সহ সকল প্রকার পরিবহন যান।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বেড়ে হল ২৮ শতাংশ, ১ জুলাই থেকে কার্যকর
আর শুরু হয়েছে দুর্ঘটনাও। গত কাল দুর্গাপুরে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে ছুটে আসা বাস (Bus) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে জায় বলে খবর।
আরও পড়ুন: এসটিএফ এর হাতে গ্রেফতার তিন বাংলাদেশি যুবক, জেএমবির সদস্য বলে সন্দেহ
ঘটনায় বাসের মধ্যে থাকা ২৬জন যাত্রী গুরুতর জখম হয়েছে বলে জানাজায়।
Click here for follow us on facebook — Ektara Bangla