একতারা বাংলা, নিউজ ডেস্ক :
পূর্ব বর্ধমানের আউশগ্রাম (Ausgram) থানা এলাকার অমরারগর এ গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর।অভিযোগ, স্থানীয় বছর পঁয়ত্রিশের এক মহিলা মাঠে কাজ করার সময় ওই যুবক অসৎ উদ্দেশ্যে তার উপর চড়াও হয়।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বেড়ে হল ২৮ শতাংশ, ১ জুলাই থেকে কার্যকর
মহিলার বাধা পেয়ে তাকে বেধড়ক মারধর করে ওই যুবক বলে অভিযোগ। মহিলার চিৎকারে তাকে উদ্ধার করতে আসা স্থানীয় এক বাসিন্দা কেউ মারধর করে অভিযুক্ত যুবক। গ্রামে এই ঘটনা জানাজানি হতেই গ্রামের একদল উত্তেজিত জনতা যুবকে মারধর করে।
পুলিশ সূত্রে জানা যায় আক্রান্ত মহিলা ও গণপিটুনি তে আহত যুবককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে যুবকের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: দ্রুত গতিতে ছুটে আসা বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠলো গার্ড ওয়ালে
মৃত যুবকের বিরুদ্ধে আগে অনেক অভিযোগ উঠেছে এবং তার কারণে একাধিক বার সে জেল ও খেটেছে বলে জানাজায়।
Click here for follow us on facebook — Ektara Bangla