সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা

একতারা বাংলা, নিউজ ডেস্ক :

সোমবার থেকে আরও অনেক বাড়ছে মেট্রোর (metro) সংখ্যা। এখন আপ ও ডাউন মিলিয়ে মোট ২০৮টি ট্রেন চলা চল করে। মেট্রো (Metro) কর্তৃপক্ষের তরফে জানা গেছে, সোমবার থেকে মেট্রোর সংখ্যা বেড়ে হচ্ছে ২২০টি।

আরও পড়ুন:  বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ চোখ রাঙাচ্ছে

অর্থাৎ আপ ও ডাউন লাইনে ১১০টি করে মেট্রো চলাচল করে। ২২০টি ট্রেনের মধ্যে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে মোট ১৫০টি ট্রেন। বাকি ৭০টি চলবে দমদম ও কবি সুভাষের মধ্যে।

আরও পড়ুন:  দুর্গাপুর ব্যারেজের উপর বন্ধ থাকবে যান চলাচল

আবার বদলে যাচ্ছে মেট্রো পরিষেবার সময়েও। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সাত সকালে প্রথম মেট্রো ৮ টার পরিবর্তে ৭.৩০ এ চলবে।

Click here for follow us on facebook — Ektara Bangla